শুধুমাত্র বাথরুমে যাওয়ার কারণে এক নারীকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার অভিযোগ উঠেছে ই-কমার্স জায়েন্ট অ্যামাজনের বিরুদ্ধে। এই অভিযোগে একটি মামলাও করেছেন ওই নারীকর্মী।
জানা গেছে, ওই নারীকর্মী অনেকবার বাথরুমে যাওয়ার জন্য বিরতি নিয়েছিলেন। এজন্যই অ্যামাজন তাকে কাজ থেকে সরিয়ে দিয়েছে।
তবে অভিযোগকারী ওই নারী বলেন, তিনি ইরিট্যাবল বয়েল সিন্ড্রোমে ভুগছিলেন। এজন্য তাকে দিনে বেশ কয়েকবার বাথরুমে যেতে হয়েছিল। যা কখনও কখনও দিনে ৬ বার।
চাকরি থেকে বাদ দেওয়ার আগে ওই নারীর কাছ থেকে বেশ কয়েকবার এই রোগের ডাক্তারি সার্টিফিকেট চেয়েছিলেন। কিন্তু তা তিনি দেখাতে পারেননি।
তবে বিষয়টি নিয়ে মারিয়া জেনাইট অলিভেরো নামে ওই নারী কর্মী বলেন, আমি অ্যামাজনের গোডাউনে কাজ করতাম। সার্টিফিকেটটি দেখাতে দেরি করছিলেন। তারপরই কোনও ব্যাখ্যা ছাড়াই তাৎক্ষণিকভাবে আমাকে বরখাস্ত করা হয়।
শেষ পর্যন্ত মারিয়া বিষয়টি অক্ষমতা এবং বৈষম্যের জন্য অ্যামাজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে। মামলায় তিনি অন্যায়ভাবে বরখাস্তের জন্য ৭৫ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়েছেন।
/জেড এইচ