মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় উপজেলা বা সার্কেল বা মেট্রো ভূমি অফিসে তিন বছরের জন্য অস্থায়ীভাবে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। তিন পার্বত্য জেলার বাসিন্দা ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। আবেদন করতে হবে অনলাইনে ২৩ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চের মধ্যে।
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদনের শর্ত, অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়ম ও করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে ১৭ ফেব্রুয়ারির পর থেকে প্রকল্পের ওয়েবসাইট () ও ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে
বেতন
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা ১৩তম গ্রেডে বেতন পাবেন। স্থানভেদে বেতন পাবেন ১৯,৩০০/১৮,২০০/ ১৭,৬৫০ টাকা।