আইন আদালতজাতীয়সর্বশেষ

 নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বৈঠকে সার্চ কমিটি

 নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বৈঠকে সার্চ কমিটি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে বৈঠকে সার্চ কমিটি। শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা শুরু হয়।

প্রথম ধাপে নিমন্ত্রিতরা হলেন- সাবেক অ্যাটর্নি জেনারেল ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সিনিয়র আইনজীবী এম কে রহমান, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাসসের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, রাজনীতি-বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল, ড. মাকসুদ কামাল, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, ব্রাতির প্রধান নির্বাহী শারমিন মুরশিদ, ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এজি মাহমুদ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *