খেলাধুলাজাতীয়সর্বশেষ

মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে চট্টগ্রামের জয়

মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে চট্টগ্রামের জয়

ঘরের মাঠে আজ বিশাল স্কোর গড়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সআর সে খেলায় মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে চট্টগ্রামের জয়। দুইশ ছাড়ানো সেই স্কোরের জবাব ভালোই দিচ্ছিল সিলেট। একপর্যায়ে তাদের জয় দেখছিলেন অনেকে। কিন্তু সব সম্ভাবনায় জল ঢেলে দেন মৃত্যুঞ্জয় চৌধুরী।

২০ বছর বয়সী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই পেস বোলিং অল-রাউন্ডার আসরের প্রথম হ্যাটট্রিক উপহার দিয়েছেন। একে একে তুলে নিয়েছেন দারুণ খেলতে থাকায় এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত আর রবি বোপারাকে। চট্টগ্রাম জিতেছে ১৬ রানে।

রান তাড়ায় নেমে শুরুতে ধাক্কা খেয়েছিল সিলেট সানরাইজার্স। দলীয় ৯ রানে নাসুম আহামেদের বলে কেনার লুইসের দারুন স্টাম্পিংয়ের শিকার হন আগের দিনের সেঞ্চুরিয়ান লিন্ডলে সিমন্স (৯)।

এরপর জুটি গড়ে দলকে এগিয়ে নেন এনামুল হক বিজয় এবং কলিন ইনগ্রাম। দুজনেই ফিফটি তুলে নেন। এনামুল হক ৩২ বলে ক্যারিয়ারর ১১তম আর ইনগ্রাম ৩৬ বলে ৮ চার ১ ছক্কায় ক্যারিয়ারের ৪৪ নম্বর ফিফটি পুরণ করেন। মেহেদি মিরাজের করা পরের বলেই অবশ্য ইনগ্রাম বোল্ড হয়ে যান। অবসান হয় ৭৫ বলে ১১২ রানের দুর্দান্ত এক জুটির। এভাবে শেষ পর্যন্ত ইনিংস থেমে যায় ১৮৬ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *