চলমান ওয়ানডে বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক ভারত। প্রতিবেশী দেশটির এই জয়ে বড় সুসংবাদটা বোধহয় পেয়েছে বাংলাদেশই। কারণ ডাচদের এই পরাজয়ে সুসংবাদ পেয়েছে টাইগাররা।
রোববার (১২ নভেম্বর) বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান তুলেছে ভারত। দলের হয়ে অপরাজিত ১২৮ রান করেছেন শ্রেয়াস আইয়ার। তাছাড়া লোকেশ রাহুল করেছেন ১০২ রান।
জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান এসেছে তেজা নিদামানুরুর ব্যাট থেকে। বোলিংয়ে ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন বুমরাজ, সিরাজ, কুলদীপ ও জাদেজা।
এতে ১৬০ রানের জয়ে টানা নয় ম্যাচে জিতল রোহিত শর্মারা। ভারতের এই জয়ে বাংলাদেশেরও লাভ হয়েছে! ডাচদের হারে ৮ নম্বরে থেকে বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ শেষ করেছে বাংলাদেশ। তাতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির টিকিট নিশ্চিত করেছে টাইগাররা।