এক যুগ আগে ২০১১ বিশ্বকাপের ফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা উল্লাস করেছিল ভারত। এবার সেই ভেন্যুতেই লঙ্কানদের বিপক্ষে মাঠে নেমেছে রোহিত শর্মারা। তবে এবার সমীকরণ কিছুটা ভিন্ন। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিতের লক্ষ্যে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলি ও গুভমান গিলের ১৮৯ রানের বিধ্বংসী জুটিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রানের পাহাড় সমান পুঁজি দাঁড় করিয়েছে ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার রোহিত শর্মা। দিলশান মাদুশঙ্কার বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৪ রানে ফেরেন তিনি।
দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন বিরাট কোহলি ও গুভমান গিল। দুজনে মিলে গড়েন ১৮৯ রানের দুর্দান্ত জুটি। ৯২ বলে ৯২ রানে গিল ফিরলে ভাঙে এই জুটি। প্যাভিলিয়নে ফেরার আগে খেলেন ১১ চার ও দুই ছক্কার মার।
অন্যদিকে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ শতক হাঁকানোর রেকর্ডের দিকে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন তিনে নামা কোহলি। তবে এদিনও ভাগ্য সহায় হয়নি তার। ব্যক্তিগত ৮৮ রানে আক্ষেপকে সঙ্গী করে সাজঘরে ফেরেন টপ-অর্ডার এ ব্যাটার।
এরপর ইনিংসের ৩২তম ওভারে ক্রিজে নামা শ্রেয়াস আইয়ারও সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন। তবে তিনিও ফেরেন সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়েই। ইনিংসের ৪৮তম ওভারে আউট হওয়ার আগে ছয় ছক্কা ও তিন চারে ৫৬ বলে খেলেন ৮২ রানের দুর্দান্ত এক ক্যামিও ইনিংস।
শেষ দিকে কেএল রাহুলের ২১ ও রবীন্দ্র জাদেজার ২৪ বলে ৪০ রানের ইনিংসে এ পুঁজি পায় স্বাগতিকরা।
শ্রীলঙ্কার হয়ে ১০ ওভারে ৮০ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি পেসার দিলশান মাদুশাঙ্কা।