চলতি বিশ্বকাপে টানা দুই জয় দিয়ে মিশন শুরু করেছিল পাকিস্তান। এরপর জোড়া ধাক্কা খেয়েছে দ্য গ্রিন ম্যানরা। তাই টানা হারের পর বাবর আজমদের শেষ চারে খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাদের চোখে-মুখে।
ঘুরের দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা আড়াইটায় আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান। তবে ম্যাচের আগে দ্য গ্রিন ম্যানদের ওপেনার ইমাম উল হকের দাবি, আফগানিস্তান ম্যাচ থেকেই নতুন পাকিস্তান দলকে সবাই দেখতে পাবে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তার ভাষ্য, আমরা চারটি ম্যাচ খেলে দুটি জিতেছি এবং দুটিতে হেরেছি। কিন্তু আমরা আত্মবিশ্বাসী। শেষ দুটি ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। পরের ম্যাচ থেকে সেটা হবে না।
এ ওপেনারের বিশ্বাস, সোমবার থেকে একটি নতুন দল মাঠে নামবে। ইমামের ভাষ্যমতে, আমাদের ভালো খেলতে হবে। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হবে। দলের সবাই মিলে বসে আলোচনা করেছি। এবার সেটা মাঠে করে দেখাতে চাই। আফগানিস্তান ম্যাচ থেকে বদলে যাবে পাকিস্তানের খেলা। একটা নতুন দল সবাই দেখতে পাবে।
এদিকে সবশেষ চার ম্যাচের তিনটিতে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তানি বোলাররা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে ফর্মে ফেরার আভাস দিয়েছেন তারকা পেসার শাহিন আফ্রিদি। যে কারণে ঘুরের দাঁড়ানোর মিশনে বোলারদের পারফরম্যান্সে উন্নতি চান পাকিস্তানের কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন।
তার মন্তব্য, আমাদের বোলাররা বিশ্বসেরা। তাদের সামর্থ্য সম্পর্কে আমরা জানি। শেষ তিন ম্যাচে সেরাটা দিতে পারেনি তারা। খুব দ্রুতই পারফরম্যান্সের উন্নতি করতে হবে বোলারদের। সামনের সব ম্যাচই এখন আমাদের জন্য।
ব্র্যাডবার্ন যোগ করেন, আফগানিস্তান শক্ত প্রতিপক্ষ। যেকোনো দলকে হারানোর সামর্থ্য আছে তাদের। ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা। আমরা তিন বিভাগে ভালো খেলতে পারলে জয় অসম্ভব না। জয়ের ধারায় ফিরতেই আমরা মাঠে নামবো।