জাতীয়

‘নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বাংলাদেশ ও নেপালের কাজের সুযোগ রয়েছে’

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বাংলাদেশের সঙ্গে নেপালের আরও বেশি কাজের সুযোগ রয়েছে।

ইতালির রোমে স্থানীয় সময় সোমবার (২৪ জুলাই) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন।

পরে এ বিষয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, নেপালে জলবিদ্যুতের অনেক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ, নেপাল ও ভারত মিলে তৈরি করা জলবিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা ৪০ মেগাওয়াট। এ উৎপাদন আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

ড. এ কে আবদুল মোমেন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দক্ষিণ এশিয়ায় নেতা অবিহিত করে নেপালের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ এখন একটি আদর্শ রাষ্ট্র। নেপালকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যোগাযোগ বাড়াতে এ বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা হয়েছে। পায়রা বন্দর ব্যবহারের সুযোগও কাজে লাগাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *