রাজনীতি

ক্ষমতাসীন সরকার জনবিচ্ছিন্ন স্বৈরসরকার: চরমোনাই পীর

ক্ষমতাসীন সরকার জনবিচ্ছিন্ন স্বৈরসরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

বুধবার (১২ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের উদ্যোগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার মূল চেতনা ও সামাজিক ন্যায়বিচার আজ ভূলুণ্ঠিত হচ্ছে। সরকার ভোটের নামে প্রহসন করে, ভোটকেন্দ্র দখল, ইভিএমের মাধ্যমে ডিজিটাল কারচুপি করে গোটা বিশ্বের সামনে দেশকে লজ্জিত করেছে। ফলে বর্তমান ক্ষমতাসীন সরকার জনবিচ্ছিন্ন একটি স্বৈর সরকারে পরিণত হয়েছে।

মুফতি রেজাউল করীম বলেন, দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশও নেই। জাতীয় নির্বাচন ঘিরে জনমনে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে। এবারও যেন একচেটিয়াভাবে ক্ষমতায় আসা যায়, সরকার সে লক্ষ্যেই পদক্ষেপ নিচ্ছে। এ অবস্থায় জাতীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, আজ মানুষের জান-মালের নিরাপত্তা চরম হুমকির মুখে। অর্থনৈতিক সংকট দিন দিন ঘনীভূত হচ্ছে। বৈদেশিক ঋণ বৃদ্ধি, দেশীয় ব্যাংকের তারল্য সংকট, ডলার সংকট ও মুদ্রাস্ফীতি অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছে। বিদেশি আধিপত্যবাদী শক্তি স্বাধীন রাষ্ট্রের সম্মান ক্ষুণ্ন করছে। তাই সরকারের পতন এখন সময়ের দাবি।

‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের’ দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী জেলা দক্ষিণের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি মাওলানা মাহমুদুর রহমান।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন ও মাওলানা খালিদ সাইফুল্লাহ, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, নোয়াখালী উত্তর জেলা সভাপতি মাওলানা নজির আহমাদ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *