স্মৃতি রোমন্থন
কাজী দেলোয়ার হোসেন :
আমার আঙিনায় রেখে গেছ তুমি
তোমার আটত্রিশ বসন্তের একটি
আধো জাগা আধো ঘুমের রাত ।
রাতের আঁধার ভেঙে দেখেছি তোমায়,
দেইনি কোনো ডাক । ।
মাঝরাতে বৃষ্টি নেমেছিল ।
সকালের আলোতে তা বোঝা গেল বেশ।
বিদায় বেলায় বিদায় জানাতে
হয়েছিলাম তোমার সাথী,
বলেছিলে কিছু তুমি,
বলেছিলাম কিছু আমি, আবেগী কথন।
স্টেশনে বসে ট্রেনের অপেক্ষায়
হাতে হাত রাখি । ।
সময়ের নিয়মে ছুটে চলা ট্রেনে
তুলে দিয়ে তোমায়,
ফিরে আসা আমি চাইনিকো ফিরে
একবার ও তোমায় ।।
আজ দূর থেকে দেখ তুমি,
কিছুটা দেখি আমি।
জানতে চাওনা তবু –
কেমন আছি আমি?
বদলেছো তুমি – বদলায় যেমন
আকাশের ওই নীল রঙ।
আমি কিন্তু তেমনি আছি,
প্রথম যেদিন তুমি দেখেছিলে আমায়।।
আরো পড়ুন: