অস্থায়ী
শুভাশীষ কুমার চ্যাটার্জী:
ফিরায়ে দিয়েছ অপমান করে দাওনি ঘরেতে ঠাঁই
হয়ত আবার কোনদিন তারে
দরকারি ভেব তাই।
দেখিয়া যাহারে ঘরের দরজা করে দিয়েছিলে বন্ধ
সেই তো আবার তোমার জীবনে
ফিরায়ে আনিবে ছন্দ।
ক্ষুদ্র স্বার্থে অন্ধ নয়নে যাহাকে ঠেলিলে দূরে
বিধাতা তোমার মঙ্গল রাখে তাহার বাঁশিটি পুরে।
আজকে তোমার ঝলমলে দিনে
আমাকে চেনো না তাই
আলো আঁধারের ক্ষণিক জীবনে স্থায়ী যে কিছু নাই।
ভালবাসা হোক স্বার্থ বিহীন মনের দরজা খোলা।
বটবৃক্ষের সুশীতল ছায়ে হৃদয়ে লাগুক দোলা।
আরো পড়ুন: