উৎসবের ঠিক আগে ত্বকের ভালো করে যত্ন নিলে ঈদের সময় ত্বক উজ্জ্বল এবং সুন্দর থাকে। তাই যেকোনো উৎসবের ঠিক আগে থেকেই পার্লার গুলোতে ভিড় লেগে যায়। ফেসিয়াল, ব্লিচ করার ধুম পড়ে যায়। ব্লিচ করলে ত্বকের উজ্জলতা বৃদ্ধি পায়। এবং ত্বকের উপরের মরা কোষ দূর হয়ে যায় একেবারে। তাই উৎসবের আগে অন্তত একটিবার ব্লিচ করে নেয়া ভালো। কিন্তু এর জন্য আপনার পার্লারে যাওয়া নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। বাসায় বসেই খুব সহজে সেরে নিতে পারেন ব্লিচ। ভালো ফলের জন্য রাতের বেলা ব্লিচ করে নিন।
উপকরণঃ
– ১ টেবিল চামচ লেবুর রস
– ১ টেবিল চামচ দুধ
– ১ টেবিল চামচ মধু
– ১ চিমটি হলুদ গুঁড়ো/ বাটা
পদ্ধতিঃ
– প্রথমে দুধ ও মধু ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে তাজা লেবুর রস ভালো করে মেশান।
– তারপর হলুদ বাটা/ গুঁড়ো দিয়ে মিশিয়ে মাস্কের মতো তৈরি করে নিন।
– এবার এটি পুরো মুখে লাগিয়ে গোল গোল করে পুরো মুখে ম্যাসেজ করে লাগান।
– ১০ মিনিট রেখে দিন। ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে আলতো ঘষে ঘষে তুলে ফেলুন।
– মুখ ধুয়ে ভালো করে মুছে নিন। সারারাত কোনো প্রসাধনী ব্যবহার করবেন না।