ভালবাসি তাই ভালবেসে যাই
Song Title : Bhalobashi Tai Bhalobeshe Jai
Version: Both (Female & Male)
Artist : Studio 58 & Singers
Compose & Record : Studio 58
Version: Both (Female & Male)
Artist : Studio 58 & Singers
Compose & Record : Studio 58
ভালবাসার আকাশ এখানে
অসীম নীল
ডানা মেলে উড়ে যায়,
স্বপ্নের গাঙচিল
স্নিগ্ধ সকাল, তার প্রতীক্ষায়, ক্লান্ত দুপুর থমকে দাড়ায়
অসীম নীল
ডানা মেলে উড়ে যায়,
স্বপ্নের গাঙচিল
স্নিগ্ধ সকাল, তার প্রতীক্ষায়, ক্লান্ত দুপুর থমকে দাড়ায়
এই দিগন্ত চোখের সীমানায়
কেউকি ডাকে নিশ্চুপ গভীর মায়ায়
লালচে সন্ধ্যায় সে মায়াবী সুর
এই জোছনা রাতে হাত রেখে হাতে
হেটে চলা বহুদূর
কেউকি ডাকে নিশ্চুপ গভীর মায়ায়
লালচে সন্ধ্যায় সে মায়াবী সুর
এই জোছনা রাতে হাত রেখে হাতে
হেটে চলা বহুদূর
এই দিগন্ত চোখের সীমানায়
কেউকি ডাকে নিশ্চুপ গভীর মায়ায় ।।
কেউকি ডাকে নিশ্চুপ গভীর মায়ায় ।।
আমি দু-হাত ভরে নিলাম মায়াবী
অজস্র ভালোবাসায়
শুনিয়ে আজ বলছি তোমাকে
ভালবাসি তাই ভালবেসে যাই