হোটেল ইন্টারকন্টিনেন্টাল খুলেছে মুজিব কর্নার
হোটেল ইন্টারকন্টিনেন্টাল খুলেছে মুজিব কর্নার: হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সীমানা প্রাচীর সাজানো হয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি দিয়ে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মুজিব কর্নার’ ও ওয়াল ব্র্যান্ডিংয়ের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী।
এছাড়া হোটেলের সীমানা প্রাচীর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি দিয়ে সাজানো হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল কাইয়ুম।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, “মুজিব কর্নার” দেশ বিদেশের পর্যটকদের বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধে তার ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে জানতে সাহায্য করবে।
পরে তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হোটেল কর্মকর্তা-কর্মচারীদের রক্তদান অভিযান পরিদর্শন করেন।