৪৪তম বিসিএসের আবেদনের সময় বাড়ল ১ মাস

44 bcs circular pdf 44 bcs circular 2021 44 bcs circular bpsc 44 bcs circular last date 44 bcs circular teletalk 44 bcs circular apply online 44 bcs circular date 44 bcs circular 2022 44 bcs circular bangla circular of 43 bcs circular of 41 bcs 43 bcs circular download bcs 44 circular 38 bcs circular pdf 44th bcs circular 33 bcs circular 43 bcs circular pdf 37 bcs circular www.bcs circular bcs circular download bcs circular 41 bcs circular 2019 44 bcs bcs circular pdf bcs circular 43 bcs circular 2020 bcs circular apply bcs circular 43 43 bcs circular apply online 43 bcs circular bcs doctor bcs circular 40 special bcs circular bcs circular 42 44 bcs circular 2021 pdf bcs 44 job circular 2021

৪৪তম বিসিএসের আবেদনের সময় বাড়ল ১ মাস

44th BCS Application Time Extended:

বিজ্ঞাপন

আগ্রহী যোগ্য প্রার্থীরা এই ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd/) গিয়ে পিএসসির নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে পারছেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে ৩০ ডিসেম্বর থেকে। ৪৪তম বিসিএস হবে সাধারণ (জেনারেল)। এ বিসিএসে নেওয়া হবে ১ হাজার ৭১০ জনকে। এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নেওয়া হবে ৭৭৬ জন।

মো. সোহরাব হোসাইন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউজিসির মাধ্যমে আবেদনের সময় বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছিলেন। সেই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের যাঁরা অ্যাপেয়ার্ড পরীক্ষা দিয়েছেন, তাঁরা এই বিসিএসে আবেদন করতে পারবেন।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাক ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *