করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা তুষার খান। কয়েক দিন ধরেই সর্দিকাশিতে ভুগছিলেন মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা। তাঁর বাসাতেই কভিড পরীক্ষা করার ব্যবস্থা করেন অভিনেতা আনিসুর রহমান মিলন। পরীক্ষার পর ১৯ জানুয়ারি পজিটিভ ফল আসে।
কাশির বেগ বেড়ে যাওয়া এবং শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তাঁর ফুসুফুস এরই মধ্যে ৫০ ভাগ সংক্রমিত হয়েছে। আনিসুর রহমান মিলন জানান, আজ দুপুরে তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে নেওয়া হয়।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম আজ দুপুরে বলেন, ’এক সপ্তাহ ধরে সর্দিকাশিতে ভুগছিলেন তুষার ভাই। আমি পরশু ফোন দিয়েছিলাম। কিন্তু কাশির তীব্রতা বেড়ে যাওয়ায় তিনি আমার সঙ্গে কথাই বলতে পারছিলেন না। পরে গতকাল (শনিবার) গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করানো হয়। তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা-নীরিক্ষার পর জানা যায় তাঁর ফুসফুস ৫০ ভাগ আক্রান্ত। এখন চিকিৎসা চলছে। আমরা নিয়মিতই খোঁজখবর রাখছি। ‘