চুলের যত্ন

১ টি সহজ উপায়ে দূর করুন অতিরিক্ত চুল পড়া | 1 Ti Sohoj Upaye Dur Korun Otirikto Chul pora

১ টি সহজ উপায়ে দূর করুন অতিরিক্ত চুল পড়া

  1.  1 Ti Sohoj Upaye Dur Korun Otirikto Chul pora

যা যা লাগবে-

– দেড় কাপ আলুর রস
– ১ চা চামচ মধু
– ১ টি ডিমের কুসুম
– সামান্য পানি
ব্যবহারবিধি-
– পরিষ্কার চুলে পদ্ধতিটি ব্যবহার করতে হবে। অর্থাৎ আগের দিন চুল পরিষ্কার করে নিয়ে পরের দিন ব্যবহার করতে পারেন এই প্যাকটি।
– একটি বাটিতে সকল উপকরণ পরিমাণ মতো নিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। লক্ষ্য রাখবেন যেনো সম্পূর্ণ ভালো করে মিশে যায়।
– এরপর চুল একটু ভিজিয়ে নিয়ে এই প্যাকটি পুরো চুলে লাগান, বিশেষ করে মাথার ত্বকে, চুলের গোঁড়ায়। এরপর ৩০ মিনিট এভাবেই রাখুন।
– ৩০ মিনিট পর চুল খুব ভালো করে ধুয়ে নিন এবং ফ্যানের বাতাসে চুল শুকান। সপ্তাহে মাত্র ১ দিন ব্যবহার করুন। কয়েক মাসের মধ্যেই চুল পড়া একেবারেই বন্ধ হয়ে যাবে।
কার্যকারণ-
আলুতে রয়েছে ভিটামিন এ, বি ও সি এবং ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন এবং ফসফরাস যা চুলের বৃদ্ধি এবং চুলের অতিরিক্ত রুক্ষতা যার কারণে চুল পড়ে এবং ভেঙে যায় তা প্রতিরোধে সহায়তা করে থাকে। মধু এবং ডিমের কুসুম চুলের কোলাজেন টিস্যুর সুরক্ষায় কাজ করে যার ফলে চুলের অকালপক্বতা এবং ঝরে পড়া প্রতিরোধ করে।