শিল্প ও বাণিজ্য

৯ বছরের মধ্যে অন্যতম গ্লোবাল ব্র্যান্ড হবে ওয়ালটন : গোলাম মুর্শেদ

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: বাংলাদেশের টেক জায়ান্ট খ্যাত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ বলেছেন, ওয়ালটন বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এজন্য ‘গো গ্লোবাল’ স্লোগানে তারা নির্ধারণ করেছে ‘ভিশন-২০৩০’। অর্থাৎ আগামী ৯ বছরের মধ্যে গ্লোবাল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হবে বাংলাদেশের ওয়ালটন।

বুধবার রাতে (২২ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভা শহরের হোটেল প্রেসিডেন্ট উইলসনের বলরুমে অনুষ্ঠিত রোড শোর সমাপনী অধিবেশনে গোলাম মুর্শেদ এ প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে  ‘ইনভেস্টর সামিট : বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’  শীর্ষক ওই রোড শো আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোড শোতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান, বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, আইসিটি বিভাগের সিনিয়র সেক্রেটারি এন এম জিয়াউল আলম, অর্থ বিভাগের সিনিয়র সেক্রেটারি আব্দুর রউফ তালুকদার, যুগ্ম সচিব সিরাজুন নূর চৌধুরী, বেপজার এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলাম, সমবায় অধিদফতরের মহাপরিচালক হারুন-অর-রশিদ বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক ভিডিও বার্তায় বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

গোলাম মুর্শেদ বলেন, এক যুগ আগেও মানুষকে প্রতিবেশির বাড়ির রেফ্রিজারেটরে খাবার সংরক্ষণের জন্য যেত। ১২ বছরের মধ্যে সেই চিত্র পাল্টে গেছে। বাংলাদেশের সব শ্রেণির মানুষই এখন রেফ্রিজারেটর কেনার সামর্থ্য অর্জন করেছে। যা সম্ভব হয়েছে সরকারের সময়োপযোগী পদক্ষেপগুলোর কারণে।

আরো পড়ুন:

পুঁজিবাজারে আরো শেয়ার ছাড়ার সিদ্ধান্ত : বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে ওয়ালটন এমডির আলোচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *