৯৪তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) ঘোষণা

৯৪তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) ঘোষণা করা হচ্ছে। ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত হলিউডের কোডাক থিয়েটারে এ অনুষ্ঠানের আয়োজন করা হলেও এবার মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে প্রদান করা হচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার।

মহামারি করোনাভাইরাসের কারণে এক মাস পিছিয়ে সোমবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৬টায় প্রচার শুরু হয় অনুষ্ঠানটির। এবারের পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করছে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেল।

অনুষ্ঠানের শুরুতেই ঘোষণা করা হয় সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কারের। এ বছর পুরস্কারটি জিতে নিয়েছেন আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)। এরপর ঘোষণা করা হয় সেরা সিনেমাটোগ্রাফি বিভাগের পুরস্কার। পুরস্কারটি জিতে নিয়েছেন গ্রেইগ ফ্রেজার। ‘ডুন’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

আরও পড়ুন: অস্কার ২০২২: বধির সম্প্রদায়কে পুরস্কার উৎসর্গ করলেন ট্রয়

যারা পেলেন পুরস্কার:
সেরা সিনেমা: কোডা
সেরা অভিনেতা: উইল স্মিথ (কিং রিচার্ড)
সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেইন (দ্য আইজ অব টমি ফে)
সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
সেরা পার্শ্ব অভিনেতা: ট্রয় কটসুর

বেস্ট সাউন্ড: ডুন
বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট: দ্য কুইন অব বাস্কেটবল
বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য উইন্ডশিল্ড উইপার

বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য লং গুডবাই
বেস্ট অরিজিনাল স্কোর: হ্যানঝ জিমার (ডুন)
বেস্ট ফিল্ম এডিটিং: জো ওয়াকার (ডুন)
বেস্ট প্রোডাকশন ডিজাইন: ডুন
বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল: দ্য আইজ অব টেমি ফে
বেস্ট ভিজুয়াল ইফেক্টস: ডুন
বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম: এনকান্টো
বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার: ড্রাইভ মাই কার

এবারের অস্কার উপস্থাপনা করছেন কমেডিয়ান ওয়ান্ডা স্কাইস, অ্যামি ‍সুমার ও অভিনেত্রী রেজিনা হল। করোনার প্রভাব কাটিয়ে এবার সরাসরি বসেছে ৯৪তম অস্কার। অনুষ্ঠানটি প্রচার করছে স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজ চ্যানেল। অনুষ্ঠান চলাকালে বিজয়ীদের নাম জানানো হচ্ছে টুইটারেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *