ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: টানা ৫ মাসের মতো সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেড়েছে। সর্বশেষ সেপ্টেম্বরে জ্বালানি পণ্যটির রফতানি বেড়ে চলতি বছরের জানুয়ারির পর সর্বোচ্চে উঠে আসে। এ তথ্য জানিয়েছে জয়েন্ট অর্গানাইজেশন ডাটা ইনেশিয়েটিভ (জোডি)।
জোডির তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেড়ে দৈনিক ৬৫ লাখ ১৬ হাজার ব্যারেলে উন্নীত হয়। আগস্টে রফতানির পরিমাণ ছিল দৈনিক ৬৪ লাখ ৫০ হাজার ব্যারেল। এদিকে জ্বালানি তেলজাত পণ্যসহ মোট রফতানি দাঁড়িয়েছে দৈনিক ৭৮ লাখ ৪০ হাজার ব্যারেলে।
বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক সৌদি আরব। এক মাসের ব্যবধানে দেশটির জ্বালানি তেল উত্তোলন বেড়েছে দৈনিক ১ লাখ ব্যারেল করে। সেপ্টেম্বরে মোট দৈনিক উত্তোলন দাঁড়ায় ৯৬ লাখ ৬২ হাজার ব্যারেলে, যা গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ উত্তোলন।
আরো পড়ুন: