খেলাধুলা

৭ মাসেই বিশ্বরেকর্ড গড়লেন রিজওয়ান

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বছর শেষ হতে এখনও পাঁচ মাস বাকি। আর তার আগেই ক্রিকেটের এই খুদে সংস্করণে এক বছরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি নিজের করে নিলেন তিনি। এ বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের শেষ দিন পর্যন্ত  ১৪ ইনিংস খেলেছেন রিজওয়ান। ১৪০+ স্ট্রাইকরেটে সংগ্রহ করেছেন ৭৫২ রান! এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।

এর আগে এই রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের পল স্টারলিংয়ের দখলে। ২০১৯ সালে ২০ ইনিংসে ৮টি ফিফটিতে ৭৪৮ সংগ্রহ করেছিলেন স্টারলিং। টি-টোয়েন্টিতে এক বর্ষপঞ্জিতে এত রান ছিল না কারও। কিন্তু শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ রানের ইনিংস খেলার পর মাত্র ১৪ ইনিংসেই স্টারলিংয়ের রেকর্ড নিজের করে নিয়েছেন রিজওয়ান।

১৪ ইনিংসে যথাক্রমে ১০৪*, ৫১, ৪২, ৭৪*, ০, ৭৩*, ০, ৮২*, ১৩, ৯১* ৬৩, ৩৭, ৭৬* ও ৪৬ রান করেছেন রিজওয়ান।

দুবার শূন্য রানে আউট হয়েছেন। অর্থাৎ বাকি ১২ ইনিংসে সাতটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি রয়েছে তার। তার ব্যাটিং গড়  ৯৪!

এক বছরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডে তৃতীয় ব্যাটসম্যানও আয়ারল্যান্ডের। ২০১৯ সালে ২৩ ইনিংসে ৭২৯ রান জমা করেন কেভিন ও’ব্রায়েন।

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন  ভারতের শিখর ধাওয়ান। ২০১৮ সালে ১৭ ইনিংসে ৬৮৯ রান করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *