কৃষি-মৎস্য

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে প্রস্তুত জেলেরা

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের প্রজননকালে মা ও ছোট মাছ রক্ষা করে দেশের মৎস্য সম্পদ বাড়াতে দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল গত ২০ মে। নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন করেছেন উপকূলীয় এলাকার জেলেরা।

আজ শুক্রবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টায় সরকার ঘোষিত ৬৫ দিনের সমুদ্রে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। বিভিন্ন মাছের আড়তেও দুমাস পরে কর্মচাঞ্চল্য ফিরেছে।

মাছ ধরা শুরুতে অনেকটা উৎসবের আমেজ তৈরি হয়েছে জেলেদের মাঝে। তবে করোনাভাইরাস ঠেকাতে চলমান কঠোর লকডাউনের কারণে অনেক স্থানে শঙ্কাও দেখা গেছে জেলেদের মাঝে।

সরেজমিনে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় দেখা যায়, ট্রলার-নৌকা মেরামত, নতুন জাল তৈরি এবং পুরনো জাল সেলাইসহ সমুদ্রে মাছ ধরার সব প্রস্তুতি শেষ করে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার মুহূর্তটির অপেক্ষায় আছেন মৎস্যজীবীরা।

জেলেরা বিভিন্ন স্থানে মহাজনদের থেকে নৌকা নিয়ে মাছ ধরার প্রস্তুতি নিয়েছেন। রাত ১২টায় নিষেধাজ্ঞা শেষ হলে সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে যাবেন তারা। মাছ বিক্রির টাকা দিয়ে আড়তদার-মহাজনের দেনা পরিশোধ করার আশা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *