এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। এরমধ্যে পাস করতে পারেনি সারা দেশে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫টি। আর শতভাগ উত্তীর্ণ হয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার ৯৩৪।
এবার গড় পাসের হার ৯৫.২৬ শতাংশ।
মোট জিপিএ ৫ পেয়েছেন মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। মাদ্রাসা বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৮৭২ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যা ৫ হাজার ৭৭৫। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষায় পাসের গড় হার ৯৫ দশমিক ৫৭।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে ফলাফল হস্তান্তর করেন। গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।