আইন আদালত

৫ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে চলবে হাইকোর্টের বিচারিক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: করোনা মহামারিতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামী ৫ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে পরিচালিত হবে। ২৩ জুলাই শুক্রবার বিকেলে প্রধান বিচারপতির সভাপতিত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সময়ে সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট ও দেওয়ানী, ফৌজদারি এবং কোম্পানি ও এডমিরালটি সংক্রান্তে একটি করে মোট তিনটি বেঞ্চে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে অতীব জরুরী বিষয়ে শুনানি করবেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করবেন।

ফুলকোর্ট সভায় সর্বসম্মতিক্রমে আরও সিদ্ধান্ত হয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সকল কর্মকর্তা এবং কর্মচারীকে টিকা গ্রহণ করতে হবে।

এছাড়া, সিদ্ধান্ত হয় আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ফুলকোর্ট সভায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *