শিক্ষা ও সাহিত্য

৫ অক্টোবর থেকে খুলছে ঢাবির হল

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: মহামারি করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের ১৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার ৫৬৬ দিন পর আগামী ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা হবে। ওইদিন সকাল ৮টা থেকে টিকা গ্রহণের কার্ড প্রদর্শন সাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

এর আগে আগামী ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, বিজ্ঞান গ্রন্থাগার ও বিভাগীয় সেমিনার লাইব্রেরীসমূহ খুলে দেওয়া হবে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিভিন্ন হলের প্রাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।

সভার সুপারিশের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির জানান, স্নাতক চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তরের যেসব শিক্ষার্থী করোনাভাইরাসের অন্তত এক ডোজ টিকা নিয়েছেন এবং যাদের কাছে হলে থাকার বৈধ কাগজপত্র রয়েছে কেবলমাত্র তারাই হলে উঠতে পারবেন। এর বাইরে কাউকে হলে থাকতে দেওয়া হবে না। পরবর্তীতে রোডম্যাপ অনুযায়ী অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের হলে তোলা হবে।

অধ্যাপক বাছির জানান, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে এক ডোজ টিকা গ্রহণের সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, বিজ্ঞান গ্রন্থাগার ও বিভাগীয় সেমিনার লাইব্রেরিসমূহ শিক্ষার্থীদের অধ্যায়নের জন্য খুলে দেওয়া হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্রন্থাগার ব্যবহার করতে পারবে৷

টিকা গ্রহণ করতে অপারগ শিক্ষার্থীদের বিষয়ে তিনি জানান, যেসব শিক্ষার্থী টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন কিন্তু টিকা গ্রহণ করতে পারেন নি তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকা কেন্দ্র স্থাপনের জন্য সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে। হয়তো অতি শীঘ্রই তাদের জন্যও একটি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

আরও পড়ুন:

২৭ সেপ্টেম্বরের পর খুলছে বিশ্ববিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *