কৃষি-মৎস্যমাতৃভূমি

৫১.৭৬ শতাংশ ইলিশ ডিম ছেড়েছে, নতুন জাটকা ৩৯ হাজার ৩০০ কোটি

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: চলতি প্রজনন মৌসুমে ৩৯ হাজার ৩১০ কোটি জাটকা ইলিশ পরিবারে যুক্ত হয়েছে, যা গত বছরের তুলনায় ১ হাজার ৪৬০ কোটি বেশি।

সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, দেশের ইলিশ সম্পদের উন্নয়নে গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর দেশব্যাপী ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ ছিল। নিষিদ্ধকালে মা ইলিশের প্রজনন সফলতার ওপর ইনস্টিটিউটের চাঁদপুরের নদী কেন্দ্র থেকে পরিচালিত গবেষণা ফলাফল সংবলিত প্রতিবেদন পাঠানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি প্রজনন মৌসুমে (৪ থেকে ২৫ অক্টোবর) ৫১ দশমিক ৭৬ শতাংশ মা ইলিশ সম্পূর্ণরূপে ডিম ছেড়েছে। এতে চলতি প্রজনন মৌসুমে ৩৯ হাজার ৩১০ কোটি জাটকা (১০ শতাংশ বাঁচার হার ধরে) ইলিশ পরিবারে যুক্ত হয়েছে।

গত বছর প্রজনন সফলতা ছিল ৫১ দশমিক ২ শতাংশ এবং ৩৭ হাজার ৮৫০ কোটি জাটকা ইলিশ পরিবারে যুক্ত হয়েছিল। এ পরিপ্রেক্ষিতে চলতি প্রজনন মৌসুমে অতিরিক্ত ১ হাজার ৪৬০ কোটি জাটকা যুক্ত হয়েছে।

আরো পড়ুন:

লক্ষ্মীপুরে পুকুরে ধরা পড়েছে ইলিশ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *