প্রচ্ছদ

৪ কেজির বাক্সে ব্যবসায়ীর ছেলের বিয়ের কার্ড!

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: সন্তানের বিয়ে যেন অতিথিদের স্মৃতিতে থাকে, এ জন্য তাদের বিয়ে ধুমধাম করে দেওয়ার বাসনা প্রত্যেক বাবা-মায়েরই থাকে।

এই প্রবল বাসনা থেকে ভারতের গুজরাটের এক ব্যবসায়ী যা করলেন, তা জানলে যে কোনো মানুষেরই চক্ষু চড়কগাছ হবে। খবর ইন্ডিয়া ডটকম ও আনন্দবাজার পত্রিকার।

পরিজন, বন্ধুবান্ধবদের বাড়িতে ছেলের বিয়ের নিমন্ত্রণপত্র চার কেজি ২৮০ গ্রাম ওজনের একটি বাক্সে করে পাঠালেন গুজরাটি ব্যবসায়ী মওলেশভাই উকানি।

গত ১৪ নভেম্বর তার ছেলে জয় উকানির সঙ্গে সোনালবেন উকানির বিয়ে ছিল। বিয়ে হয়ে গেলেও আজও নিমন্ত্রিত অতিথিদের আলোচনার বিষয়বস্তু ওই গোলাপি বাক্সে ভরা নিমন্ত্রণপত্র।

কী ছিল না ওই বাক্সে! বাক্সটি খুললেই দেখা গেছে ওটার মধ্যে আরও চারটি ছোট ছোট বাক্স। তাতে রয়েছে কাজুবাদাম, কাঠবাদাম, কিশমিশ আর চকোলেট।

আর সঙ্গে রয়েছে সাত পাতার বিয়ের কার্ড। আর ওই একটি বাক্সের দাম সাত হাজার টাকা।

আর শুধু বিয়ের কার্ডই নয়, বিবাহ অনুষ্ঠান হয়েছে উমায়েদ ভবন প্যালেসে, যা কিনা ভারতের সবচেয়ে ব্যয়বহুল হোটেলগুলোর একটি।

ওই হোটেলে প্রতি রাতের জন্য খরচ হয় ২-৩ লাখ টাকা। যেখানে খাবারের প্লেট প্রতি খরচ ১৮ হাজার টাকা।

আরো পড়ুন:

দুবাইয়ের রাস্তায় ‘জাদুর কার্পেট’       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *