নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: গণপরিবহনে হাফ পাসের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবে জড়ো হওয়া শিক্ষার্থীরা সময়সীমা বেঁধে দিয়ে রাস্তা ছেড়ে দিয়েছেন। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়েছেন তারা। এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সায়েন্স ল্যাবে জড়ো হয়ে সড়কে অবরোধ তৈরি করেন তারা। পরে দেড়টার দিকে সেখান থেকে তারা সরে যান।
অন্যান্য দিনের মতো এদিনও তারা হাফ পাসের দাবিতে রাস্তায় নামেন। সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও চার রাস্তার মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীদের ‘হাফ পাস আমার অধিকার, নয় কোনো আবদার’স্লোগান দিতে দেখা যায়।
এদিন সাড়ে ১২টার দিকে চার রাস্তার মোড়ে আইডিয়াল, ঢাকা ও সিটি কলেজের পোশাক পরা শিক্ষার্থীরা অবরোধ তৈরি করেন। এসময় ওই রুটে চলাচলকারী কয়েকটি বাস আটকে দেন তারা। শিক্ষার্থীদের অবরোধের কারণে নিউমার্কেট সড়কের দুই পাশে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় বাস চলাচল। এতে বাধ্য হয়ে শত শত বাসযাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্য যেতে দেখা যায়। পরে বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা বৃহস্পতিবার মধ্যে তাদের দাবি না মানলে আবারও মাঠে নামার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।
আরো পড়ুন:
২ ডিসেম্বর থেকে ফের চালু ঢাকা-ব্যাংকক বিমানের ফ্লাইট