ক্যারিয়ার প্রতিবেদক, ধূমকেতু ডটকম: সম্প্রতি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সহকারি পরিচালক (পরিসংখ্যান) ও সহকারী পরিচালক (গবেষণা) এই দুইটি পদে মোট ৪৫ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। আগ্রহী প্রার্থীরা অনলাইলে ৩০-০৯-২০২১ তারিখ, বিকাল ৫ টা পর্যন্ত আবেদন পত্র জমা দিতে পারবেন।
পদের নামঃ সহকারী পরিচালক (পরিসংখ্যান)
পদ সংখ্যা: ২৬ (কম/বেশি হতে পারে)
বেতন: জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ২২০০০-৫৩০৬০। এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি অথবা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে ০৪ বছর মেয়াদী স্নাতক(সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রী।
পদের নামঃ সহকারী পরিচালক (গবেষণা)
পদ সংখ্যা: ১৯(কম/বেশি হতে পারে)
বেতন: জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ২২০০০-৫৩০৬০. স্কেল এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি অথবা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে ০৪ বছর মেয়াদী স্নাতক(সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রী।
বয়স: উভয় ক্ষেত্রে (২৫-০৩-২০২০ তারিখে): ক) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর। খ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের উপায়: আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩০-০৯-২০২১ তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) -এ অনলাইনে আবেদন ফর্ম পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে।