ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে আনুষ্ঠানিকভাবে সরকার প্রধানের পদ থেকে সরালো বার্বাডোস। এতে ব্রিটিশ উপনিবেশ থেকে পুরোপুরি মুক্ত হলো দেশটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে জানিয়েছে, ব্রিটিশ উপনিবেশ থেকে সম্পূর্ণ বেরিয়ে গিয়ে রিপাবলিক পরিণত হলো বার্বাডোস।
রানি দ্বিতীয় এলিজাবেথকে সরকার প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রায় ৪০০ বছরের উপনিবেশের অবশিষ্ট অংশও শেষ করলো দেশটি।
বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনে সোমবার (২৯ নভেম্বর) মধ্যরাতে ডেম স্যান্ড্রা ম্যাসন সে দেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকীতে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন।
আরো পড়ুন:
পদত্যাগের পর আবারো সুইডেনের নতুন প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন