বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০তম বিসিএসের কারিগরি ক্যাডারের মৌখিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরের পিএসসির প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩৩৬।
কোনো প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে না পারলে পরবর্তী সময়ে তাঁর পরীক্ষা নেওয়া হবে না এবং প্রার্থীতা বাতিল করা হবে।
মৌখিক পরীক্ষার তারিখ কোনোভাবেই পরিবর্তন করা হবে না। বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।