ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) সচিবালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষায় চার প্রতিষ্ঠানের ‘সহকারী প্রোগ্রামার’ পদে ৪০ জন প্রার্থী নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। চারটি প্রতিষ্ঠান হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
২০১৮ সালভিত্তিক ৪০টি শূন্য পদে সমন্বিতভাবে নিয়োগের লক্ষ্যে গত ৯ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় হয় ৮ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। দুই পরীক্ষার প্রার্থীদের সমন্বয়ে প্রণীত তালিকা থেকে ৪০ জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।