ধূমকেতু রিপোর্ট : তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় সবজিমেলায় ২২ লক্ষাধিক টাকার পণ্য বিক্রি হয়েছে বলে মেলা কর্তৃপক্ষ ।

শনিবার ( ২৬ জানুয়ারি ) সমাপনী দিনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু মেলার বিভিন্ন স্টল সরেজমিনে ঘুরেফিরে দেখেন এবং ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন।

সবজি মেলায় মোট ৬৮টি স্টল ও প্যাভেলিয়ন বসে। এই তিনদিনে মেলায় ২২ লক্ষাধিক টাকার পণ্য বিক্রি হয়েছে বলে মেলা কর্তৃপক্ষ প্রতিমন্ত্রীকে জানান।

মেলা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভিন্ন সবজি ও ফলমূলের বারোমাসি জাতের উদ্ভাবনের প্রয়োজনের ওপর জোর দেন।

তিনি উপজেলা পর্যায়েও নিয়মিত সবজি মেলা ছড়িয়ে দেয়ার আহবান জানিয়ে বলেন, মেলার স্টলগুলো থেকে দর্শনার্থীদের অর্গানিক সবজি উৎপাদনের নিয়মকানুন ব্যাখ্যার পাশাপাশি পারিবারিকভাবে সবজি চাষাবাদের জন্য উদ্বুদ্ধকরণের দরকার।

মেলা পরিদর্শনের পর কৃষিবিদ ইনস্টিটিউশনের সম্মেলনকক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানেও তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।

তিনি কৃষিপণ্যসহ শাক-সবজি ও ফলমূলে মাত্রাতিরিক্ত কীটনাশক পরিহারের পাশাপাশি অসময়ে অপরিপক্ব সবজি বিক্রি থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

প্রতিমন্ত্রী এর আগে সবজি উৎপাদনে অবদান রাখায় মেলার স্টল ব্যতীত ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ২০১৮ সালের কৃষি পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *