ফাইল ছবি৩৮তম বিসিএস থেকে প্রাপ্ত দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে ১২৮ জনকে নিয়োগের সুপারিশ বাতিল করা হয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগবিধির শর্তানুযায়ী নন-ক্যাডার পদের জন্য অনলাইনে আবেদনপত্র জমা না দেয়ায় তাদের সুপারিশ বাতিল করা হয়।
বুধবার (২৫ আগস্ট) সরকারি কর্ম কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার ও নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) ৪৩ ক্যাটাগরির বিভিন্ন পদে নিয়োগের জন্য এক হাজার ১৩৯ জন প্রার্থীকে গত ৩০ জুন সুপারিশ করা হয়।
সুপারিশপ্রাপ্ত এক হাজার ১৩৯ জন প্রার্থীর মধ্যে শর্তানুযায়ী নন-ক্যাডার পদের অনলাইন আবেদনপত্র জমা না দেয়ায় সুপারিশসহ তাদের প্রার্থিতা বাতিল করা হয়।
/জেড এইচ