খেলাধুলা

৩৩ বছরেই আম্পায়ারিংয়ে সাবেক টাইগার পেসার

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: এনামুল হক মনির পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনায় নাম লেখালেন জাতীয় টেস্ট দলের কোনো খেলোয়াড়। মাত্র ৩৩ বছর বয়সে আম্পায়ার হিসেবে বুধবার অভিষিক্ত হন সাজেদুল ইসলাম। যেই বয়সে ক্রিকেটবিশ্ব কাঁপিয়ে বেড়াচ্ছেন অনেকে, সেই বয়সেই বেছে নিলেন আম্পারিংটাকেই।

বিকেএসপিতে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২০-২১ এর খেলা পরিচালনা করেছেন। সাজেদুল ছিলেন বিকেএসপির ছাত্র। সেখান থেকেই নতুন পরিচয়ে যাত্রা শুরু করলেন। সাবেক বাঁহাতি পেসার জাতীয় দলের হয়ে খেলতে পেরেছেন মাত্র তিনটি ম্যাচ। চোটের কারণে আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা হয়নি তার।

১৯৮৮ সালের ১৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন রংপুরের ক্রিকেটার সাজেদুল। বাংলাদেশ দলে ২০০৮ সালে নিউজিল্যান্ড সফরে টেস্টে অভিষেক হয় তার। পরে ২০১৩ সালে খেলেন ক্যারিয়ারের শেষ টেস্ট। সে বছরেই খেলেন একমাত্র টি-টোয়েন্টি। তবে পাননি কোনো উইকেট।

প্রথম শ্রেণির ক্রিকেটে সব মিলিয়ে ৯৯ ম্যাচ খেলেছেন সাজেদুল, নিয়েছেন ২৪১ উইকেট। লিস্ট এ‘তে ৫৫ ম্যাচে নিয়েছেন ৬৭ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে তার শিকার ৭ উইকেট।

আরো পড়ুন:

মেসির দুর্দান্ত গোলে সিটিকে হারালো পিএসজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *