নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: শনাক্তকৃত মোট কোভিড রোগীর বিবেচনায় বিশ্বে ৩১তম স্থানে রয়েছে বাংলাদেশ। ২৩ জুন বিকাল তিনটায় ওয়ার্ল্ডোমিটারের প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে। এর আগে ২০২০ সালের শেষ দিকে বাংলাদেশ ১৫তম স্থানে এবং চলতি বছরের মার্চে ২৫তম স্থানে ছিল।
২৩ জুন বিকাল তিনটায় প্রকাশিত ওয়ার্ল্ডোমিটারের প্রতিবেদন অনুযায়ী, করোনা পরিস্থিতির অবনতি ঘটলেও শনাক্তকৃত মোট কোভিড রোগীর বিবেচনায় বিশ্বের ৩০টি দেশের মধ্যে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশে করোনা পরিস্থিতির অনবতি ঘটেছে। দ্রুত অবনতি ঘটার কারণে অনেক দেশের স্থান বাংলাদেশের সামনে চলে এসেছে। অর্থাৎ বাংলাদেশের তুলনায় ওই সব দেশে বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, শনাক্তকৃত মোট কোভিড রোগীর বিবেচনায় প্রথম, দ্বিতীয় ও তৃতৃীয় স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিল। এরপর ক্রমান্বয়ে স্থান পেয়েছে ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, ইতালী, কলম্বিয়া, স্পেন, জার্মানী, ইরান, পোল্যান্ড, মেক্সিকো, ইউক্রেন, পেরু, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড, চিলি, কানাডা, ফিলিপাইন, ইরাক, সুইডেন, রোমানিয়া, বেলজিয়াম, পাকিস্তান, পর্তুগাল এবং ৩১তম স্থানে রয়েছে বাংলাদেশ।
- রোহিঙ্গা প্রত্যাবর্তনে ফের বিশ্ব নেতাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ১৯ বছর পর হারিয়ে যাওয়া মা’কে ফিরে পেলো সন্তান