মাতৃভূমি

২ মে থেকে ৬ লাখ পরিবারে যাবে প্রধানমন্ত্রীর সহায়তার টাকা

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: “করোনাভাইরাস মহামারীর প্রভাবে কর্মহীন এবং অসহায় হয়ে পড়া নিম্নআয়ের ছয় লাখ পরিবার প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান হিসেবে ২ হাজার ৫১৫ টাকা করে অর্থসহায়তা পাচ্ছেন। আগামী ২ মে থেকে এ সহায়তা বিতরণ করা হবে। মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে তালিকাভুক্তদের হাতে এই টাকা পৌঁছে যাবে।”

আজ বুধবার ৬ লাখ পরিবারের জন্য ১৫০ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ের জন্য সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।

“এর আগে গত বছর করোনার দেশে প্রথম ঢেউয়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৩৫ লাখ পরিবারকে প্রথম ধাপে অর্থসহায়তা প্রদান করা হয়েছিল। তবে ওই সময় যাচাই-বাছাই করে ৫০ লাখ পরিবারের তালিকা করা হয়েছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *