বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলা: শোবিজের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। প্রায় ২৫ বছর পর ফিরলেন মঞ্চে। মাসুম রেজার নির্দেশনায় ‘অনন্তযাত্রা’ শিরোনামের মঞ্চ নাটকে দেখা গেছে তাকে।
শনিবার (৪ ডিসেম্বর) নাটকটির মঞ্চায়ন হয়েছে রাজধানীর শিল্পকলা একাডেমিতে। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মঞ্চে এসেছে নাটক ‘অনন্তযাত্রা’। ঢাকা থিয়েটার, আরণ্যক, থিয়েটার আরামবাগ, দেশ নাটক, প্রাঙ্গণেমোর, পালাকারসহ বেশ কয়েকটি দলের প্রায় ১৭ জন সদস্য অভিনয় করছেন এ নাটকে।
আজিজুল হাকিম বলেন, ২৫ বছর আগে আরণ্যকের ‘জয়জয়ন্তি ও ‘ওরা কদম আলী’ নাটকে সর্বশেষ অভিনয় করেছি। সেই ‘অনন্তযাত্রা’র মাধ্যমে মঞ্চে নতুন করে ফেরা। ভালো লাগছে খুব। ভাবছি আবার নিয়মিত হব মঞ্চে। ঐতিহাসিক একটি নাটকের মাধ্যমে মঞ্চে ফিরতে পেরে আমি মাসুম রেজার কাছে কৃতজ্ঞ।
নাটকটির নির্দেশক মাসুম রেজা বলেন, আমাদের সম্পর্ক অনেক পুরনো। সেই টিএসসির সময় থেকে। সব সময়ই মনে হতো আজিজুল হাকিমের মতো অভিনেতাকে মঞ্চে ফিরিয়ে আনতে পারলে আমারও ভালো লাগবে। এবার সুযোগটা কাজে লাগিয়েছি।
মঞ্চ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন আজিজুল হাকিম। জনপ্রিয়তা পেয়েছেন টেলিভিশন নাটকে অভিনয় করে। বড়পর্দাতেও কাজ করেছেন তিনি। বর্তমানে নাটক ও সিনেমায় সমানতালে অভিনয় করছেন তিনি। এরই মধ্যে অভিনয় করেছেন এসএ হক অলিকের ‘গলুই’ সিনেমায়। সরকারি অনুদানের নির্মিত হয়েছে সিনেমাটি।
এছাড়া রাশেদ শাওনের পরিচালনায় ‘মিঠুর একাত্তর যাত্রা’ নামের আরেকটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন তিনি। এদিকে একাধিক ধারাবাহিক নাটকে অভিনয়ে দেখা যাচ্ছে এই অভিনেতাকে। সব মিলিয়ে দারুণ ব্যস্ত সময় যাচ্ছে এ অভিনেতার।
আরো পড়ুন: