খেলাধুলা

২৫০ জন যোগ্য শিক্ষার্থীকে শিক্ষিত করবেন বাবর

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু বাংলা: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে রবিবার রাতে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। ভারতের বিপক্ষে বিশ্বকাপে প্রথম কোনো ম্যাচ জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম একটি মহৎ কাজের সঙ্গে যুক্ত হলেন।

২৭ বছর বয়সি ব্যাটিং সুপারস্টার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি একটি ইডিটেক প্ল্যাটফর্ম নুন-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ২৫০ জন যোগ্য শিক্ষার্থীকে শিক্ষিত করবেন। এভাবেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় উদযাপন করতে চান বাবর আজম। পাকিস্তান অধিনায়কের আদর্শ তার বাবা মোহাম্মদ আজম। ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলার উদ্যোগ তার বাবার।

বাবর ঘোষণা করেছেন, ২০ লাখ রুপির একটি তহবিল গঠন করা হবে। ‘আমি ২৫০ যোগ্য শিক্ষার্থীকে শিক্ষিত করে এই জয় উদযাপন করতে চাই। আমার বাবা মোহাম্মদ আজমের এই উদ্যোগ’, বলেছেন তিনি।

উল্লেখ্য, ইমরান খান পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছেন। ইউনুস খান পাকিস্তানকে এনে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। কিন্তু বিশ্বকাপে ভারতকে হারাতে পারেননি তারা কেউ। অবশেষে রবিবার বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেল টিম পাকিস্তান।

আরো পড়ুন:

ফুরফুরে পাকিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *