স্বাস্থ্য

২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছে, মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জনে।

আজ বুধবার (১৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ বলে বিজ্ঞপ্ততে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ৮৭৯ জন। এ সময় ৫ হাজার ৩৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৩৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৪ শতাংশ।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়ে উঠেছেন ২৭৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মোট সুস্থ হলেন ১৮ লাখ ৮৯ হাজার ৮৭৯ জন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮১ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *