ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: মহাকাশ গবেষণা ও অভিযান খাতায় কলমে শুরু করার ২১ বছরের মাথায় প্রথম নারীমহাকাশচারী পাঠাচ্ছে চীন। তিনি হবেন তিন মহাকাশচারীর অন্যতম। শুক্রবার (১৫ অক্টোবর) রাতেই তাদের যাত্রা করার কথা।
তারা সবাই যাবেন পৃথিবীর কক্ষপথে চীন যে বিশাল মহাকাশ স্টেশন বানাচ্ছে, সেখানেই। কয়েক সপ্তাহ আগে সেই নির্মিয়মাণ মহাকাশ স্টেশনে প্রথম মহাকাশচারী পাঠিয়েছিল চীন।
চায়না ম্যানড স্পেস এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাতে তিন মহাকাশচারীকে নিয়ে উৎক্ষেপণ করা হবে ‘লং মার্চ-২এফ’ রকেট। তারপর ‘শেংঝৌ-১৩’ মহাকাশযান তাদের নিয়ে যাবে পৃথিবীর কক্ষপথে নির্মিয়মাণ চীনা মহাকাশ স্টেশনে। উত্তর-পশ্চিম চীনের গোবি মরুভূমি লাগোয়া শিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকেই করা হবে ‘লং মার্চ-২এফ’ রকেটের উৎক্ষেপণ।
‘চায়না ম্যানড স্পেস এজেন্সি জানায়, যে তিন জন মহাকাশচারীকে এবার পাঠানো হচ্ছে নির্মিয়মাণ মহাকাশ স্টেশনে তার মধ্যে রয়েছেন এক জন নারী। তার নাম ওয়াং ইয়াপিং। তার বয়স ৪১ বছর। তিনিই চীনের প্রথম মহিলা মহাকাশচারী। তার সঙ্গী হচ্ছেন আর যে দুই জন মহাকাশচারী তাদের নাম ঝাই ঝিগাং ও ইয়ে গুয়াংফু।
আরো পড়ুন:
গ্রহাণুদের সন্ধানে যাবে ‘লুসি’