প্রচ্ছদ

২১টি ব্যাংকে ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদ হার সিঙ্গেল ডিজিটে

ধূমকেতু রিপোর্ট : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ব্যবসা ও শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী দেশের ২১টি ব্যাংকে ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদ হার এক অংকে নামিয়ে আনা হয়েছে।

তিনি রোববার সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার ৭১ বিধির মনোযোগ আকর্ষণী নোটিশের জবাবে আরো বলেন, ‘বাকি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। আশা করি অচিরেই এসব প্রতিষ্ঠান সুদের হার এক অংকে নামিয়ে আনবে।’

অর্থমন্ত্রী বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও শিল্প বিকাশে অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার ব্যাংক ঋণের সুদহার সহনীয় পর্যায়ে নামিয়ে আনছে। সাথে সাথে ব্যবসা শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অন্যসব পদক্ষেপও নেয়া হচ্ছে।

তিনি বলেন, সরকার ঋণ খেলাপী সংস্কৃতি থেকে জাতিকে বের করে আনতে সর্বাত্মক পদক্ষেপ নিচ্ছে। সরকারের নীতি হচ্ছে ক্লাসিফাইড ঋণ আর বাড়তে দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *