প্রচ্ছদ

২০ লাখ ব্যারেল ডিজেল যুক্তরাষ্ট্রকে দিচ্ছে রাশিয়া

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: জ্বালানি তেলের খুচরা মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রকে ২০ লাখ ব্যারেল ডিজেল দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছেছে ডিজেল পরিবহনকারী ৪টি ট্যাঙ্কার জাহাজ। মার্কিন সংবাদমাধ্যম ব্‌লুমবার্গের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

রাশিয়া বরাবরই জ্বালানি সম্পদে সমৃদ্ধ। বিশ্বের বৃহত্তম এই দেশটিতে বিপুল পরিমাণ জ্বালানি গ্যাস রয়েছে। জ্বালানী গ্যাস থেকেই ডিজেল উৎপাদন করে থাকেন রাশিয়ার উৎপাদকরা।

খনিজ জ্বালানির আন্তর্জাতিক বাণিজ্য পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ভোরটেক্সার হিউস্টন শাখার ব্যবস্থাপনা পরিচালক ক্লেই সেইগলে ব্লুমবার্গকে বলেন, ‘ইউরোপের অন্যান্য দেশের তুলনায় রাশিয়ার ডিজেল সরবরাহের ক্ষমতা বেশি। কারণ দেশটিতে বিপুর পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত আছে।’

এদিকে যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে দিন দিন বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। ব্লুমবার্গ জানিয়েছে, বর্তমানে দেশটিতে যে দামে ডিজেল বিক্রি হচ্ছে- তা গত সাত বছরে সর্বোচ্চ।

আরো পড়ুন:

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *