করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৯৭ জনের মৃত্যু হয়েছে। গত ২০ দিনে এই প্রথম দৈনিক মৃত্যু দুইশ’র নিচে নামল। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৮১০ জনে।
এ ছাড়া নতুন করে ৮ হাজার ৪৬৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে পাঁচদিন পর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজারের নিচে নামলো। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনের দেহে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৪০ হাজার ৬৪১টি নমুন পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৮৩ শতাংশ।
সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ৪৫৭ জন করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে উঠেছেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন।
গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া যায়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।