অর্থনীতি

২০৩৫ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ : গভর্নর

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, ‘বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ ৪১তম বড় অর্থনীতির দেশ। তবে আগামী ২০৩৫ সালে ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। বুধবার (২৯ ডিসেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২১-এ মূল প্রবন্ধ উপস্থাপনায় তিনি এ কথা বলেন।
ফজলে কবির বলেন, ‘সামনের দিনে দেশের অর্থনীতিতে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে কোভিডের ক্ষতি কাটিয়ে উঠতে নেতৃত্বের ভূমিকা পালন করেছে বাংলাদেশ ব্যাংক। কোভিড পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে। নতুন করে দারিদ্র্যসীমায় প্রবেশের সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি তেমন একটা বিপর্যস্ত হয়নি। দেশের অর্থনীতির মেরুদণ্ড সোজা রাখতে এবং কোভিডের ক্ষতি কাটিয়ে উঠতে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।’

এতে অতিথি হিসেবে আলোচনা করেন সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, ফখরুদ্দীন আহমদ, সালেহউদ্দিন আহমেদ, আতিউর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। স্বাগত বক্তব্য দেন দ্য সিটি ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও মাসরুর আরেফিন। সঞ্চালনা করেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

আরো পড়ুন:

নতুন ইসি গঠনে আইন করার সুযোগ নেই: আইনমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *