ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু বাংলা: দেখতে দেখতেই ফুরিয়ে গেল ২০২১ সাল। দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নতুন বছর। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার আগে চলুন ফিরে তাকাই ২০২১ সালের ফুটবলাঙ্গনের দিকে। আন্তর্জাতিক ফুটবলে এ বছরের সেরা ঘটনাগুলোর অবতারণা করলে নিঃসন্দেহে এসে যাবে লিওনেল মেসির কোপা আমেরিকা জয়ের কথা।
আন্তর্জাতিক ফুটবলে ২০২১ সালটি কেমন গেল? কোন ঘটনা আপনার মনে বেশি সাড়া জাগিয়েছে? যদি আপনি আর্জেন্টিনা ও মেসি সমর্থক হয়ে থাকেন তবে কোপার ৪৭তম আসরের কথা কোনোভাবেই হয়তো এড়িয়ে যেতে পারবেন না। এর মাধ্যমেই কেটেছে মেসির চির আরাধ্য আন্তর্জাতিক শিরোপার, আর্জেন্টিনার শিরোপা খরা কেটেছে প্রায় তিন দশকের। মারাকানার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারায় মেসি বাহনী। যেখানে জয়সূচক একমাত্র গোলটি আসে অ্যাঞ্চেল ডি মারিয়ার পা থেকে। এর আগে সবশেষ ১৯৯৩ সালে আন্তর্জাতিক পর্যায়ে কোনো ট্রফি ঘরে তুলেছিল আলবিসেলেস্তে শিবির।
ফাইনালে একের পর এক ব্যর্থতার পর অবশেষে হাসি ফুটেছিল লিওনেল মেসির মুখে। মেসির এই বারবার ব্যর্থতা যেন স্মরণ করিয়ে দিচ্ছিল টানা ৭ যুদ্ধে হারার পর গুহায় আশ্রয় নেওয়া রবার্ট ব্রুসের কথা। ব্রুস অনুপ্রেরণা পেয়েছিলেন একটি মাকড়সার জাল বোনার চেষ্টা দেখে। পরে আটবারের চেষ্টায় ইংরেজদের হারাতে সক্ষম হন স্কটিশ রাজা। লিওনেল মেসিকে আর্জেন্টাইন ফুটবলের রবার্ট ব্রুস বললে কি ভুল হবে? তিনিও হয়তো কতগুলো ফাইনালে হারের পর সফল হয়েছেন।
২০১৪ ফিফা বিশ্বকাপের দৃশ্যটা হয়তো মেসির হৃদয়ে শেল হয়ে বিঁধে এখনও। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ট্রফিটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন লিও। হাতে থাকা টুর্নামেন্ট সেরার ট্রফিও কি অবাঞ্ছিত, অনুজ্জ্বল লাগছিল সেদিন। এ বছর যে কোপার মঞ্চে দাঁড়িয়ে মন খুলে হাসছেন, আবেগাপ্লুত হয়ে কাঁদছেন অঝোরে, সেখানেও যে ট্র্যাজেডি আছে আর্জেন্টাইন তারকার। ২০১৫ সালের কোপার ফাইনালে হেরেছিলেন চিলির কাছে। ২০১৬’তেও শাপমোচন হয়নি। বরং হয়েছে আরও বড় বেদনার গল্প রচনা। কত রাত হয়তো টাইব্রেকারে মিসের ছবিটা স্মৃতিপটে ভেসে উঠেছে, ডুকরে কেঁদে উঠেছে মন।
হারের পর অবসরের ঘোষণাই দিয়ে ফেলেছিলেন লিও। তবে অবসর ভেঙে আবারও ফিরেছিলেন মসনদ দখলের তাড়নায়। মেজর ট্রফি জয়ের সে বাসনা পূরণের ময়দান হলো মারাকানা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ভূমিতেই। ফাইনালে স্বরূপে দেখা যায়নি এলএমটেনকে। সহজ সুযোগ হারিয়েছেন। ব্রাজিলের ডি-বক্সে হোঁচট খেয়ে পড়েছেন। কিন্তু এত বছর অপেক্ষা করিয়ে অবশেষে সঙ্গ দিয়েছে নিয়তি। ট্রফির মঞ্চে কি সাবলীলভাবে উঠলেন। হাসলেন, চেঁচালেন, ট্রফি উঁচিয়ে ধরে লাফিয়ে চলেছেন।
মারাকানার সবুজ গালিচায় বসে রোজারিওতে থাকা পরিবারের সঙ্গে ভিডিও কলে ভাগাভাগি করেছেন জীবনের অন্যতম সেরা মুহূর্তটা। মুকুটহীন সম্রাটের তকমা যে গা থেকে চিরতরে ছুঁড়ে ফেলেছেন কিংবদন্তি। লাতিনে এখন ফুটবল রাজার নাম লিওনেল আন্দ্রেস মেসি।
আরো পড়ুন: