ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: ‘দ্য প্রমিস’ উপন্যাসের জন্য ২০২১ সালের বুকার পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার লেখক ড্যামন গ্যালগাট।
এর আগে ২০০৩ ও ২০১০ সালে বুকারের জন্য মনোনয়ন পেয়েছিলেন গ্যালগেট। কিন্তু, এবারই প্রথম তিনি পেলেন সম্মানজনক এই পুরষ্কার।
আজ বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল আয়োজিত অনুষ্ঠানে গ্যালগেট পুরষ্কারের ৫০ হাজার পাউন্ড গ্রহণ করেন।
ড্যামন গ্যালগাট মূলত উপন্যাস ও নাটক লেখেন। ১৭ বছর বয়স থেকে তিনি নিয়মিত লিখছেন।
‘দ্য প্রমিস’ উপন্যাসের কাহিনী শুরু হয় ১৯৮৬ সালে। বইয়ে এক শ্বেতাঙ্গ কৃষক পরিবারের ৪ দশকের কাহিনীর বর্ণনা দেওয়া হয়েছে। বইটি গত জুনে যুক্তরাজ্য থেকে প্রকাশিত হওয়ার পর থেকেই প্রশংসা পাচ্ছে।
৫৭ বছর বয়সী গ্যালগাট দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বড় হয়েছেন।
আরো পড়ুন: