প্রচ্ছদ

২০২১ এর বর্ষসেরা শব্দ ‘ভ্যাক্স’

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: মানবজাতিকে নিরাপদ রাখতে, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন বা ‘ভ্যাক্স’ শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। আর তাই ‘ভ্যাক্স’ শব্দটি জায়গা করে নিয়েছে অক্সফোর্ড ইংরেজি অভিধানের ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ (বর্ষসেরা শব্দ) হিসেবে।

বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির জ্যেষ্ঠ সম্পাদক ফিওনা ম্যাকফারসন বলেন, চলতি বছর ‘ভ্যাক্স’ শব্দটি বেছে নেওয়ার সুস্পষ্ট কারণ রয়েছে। বছরজুড়ে এ শব্দের প্রভাবই সবচেয়ে বেশি ছিল। তবে ‘ভ্যাক্স’ শব্দটি নতুন নয়। গত শতকের আশির দশকে এর প্রথম উদ্ভব হয়। তবে আমাদের হিসাবে, চলতি বছরের আগ পর্যন্ত এ শব্দের ব্যবহার খুব একটা হয়নি।

‘ভ্যাক্স’-এর ক্ষেত্রে ভিএএক্স (VAX)এবং ভিএএক্সএক্স (VAXX) দুটি বানানই গ্রহণযোগ্য। তবে একটি এক্স সংবলিত বানানটির ব্যবহার বেশি।

আরো পড়ুন:

সৌদি আরবে বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *