মাতৃভূমি

১৯ মাস পর আজ থেকে ‘প্রবেশ পাশ’ মিলবে সচিবালয়ে

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: মহামারি করোনার কারণে দীর্ঘ ১৯ মাস পর আজ বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে পুনরায় চালু হচ্ছে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের পাশ ইস্যু কার্যক্রম। গতকাল বুধবার এ সংক্রান্ত চিঠি ইস্যু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব, সচিব এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিবদের (পিএস) কাছে এই চিঠি প্রেরণ করা হয়েছে।

সচিবালয়ের নিরাপত্তা শাখার দায়িত্বে থাকা উপসচিব মো. ফিরোজ উদ্দিন খলিফার সই করা চিঠিতে বলা হয়, ‘অতিমারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সচিবালয়ের দৈনিক দর্শনার্থী প্রবেশ পাশ স্থগিত করা হয়েছিল। জরুরি প্রয়োজনে সচিবালয়ে দৈনিক সীমিত আকারে দর্শনার্থী প্রবেশ পাশ ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ কে কতটি পাশ ইস্যু করতে পারবেন, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে ঐ চিঠিতে। এতে জানানো হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর পক্ষে তাদের একান্ত সচিবরা ১০টি, মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব এবং সচিবদের পক্ষে তাদের একান্ত সচিবরা পাঁচটি এবং অতিরিক্ত সচিবরা তিনটি করে পাস ইস্যু করতে পারবেন।

নিয়ম অনুযায়ী যুগ্ম সচিব থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার মন্ত্রিসভার বৈঠকের দিন বাদে অন্য কার্যদিবসে পাশ ইস্যু করতে পারেন। ২০২০ সালের ১৯ মার্চ থেকে মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছিল সরকার।

আরো পড়ুন:

এনআইডি দেওয়া হবে শূন্য বয়স থেকেই  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *