নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ১৬ আগস্ট থেকে টিকা ছাড়া কাউকে বেনাপোল কাস্টমস হাউসে প্রবেশ করতে দেওয়া হবে না। গতকাল মঙ্গলবার বেনাপোল কাস্টমস হাউস এক আদেশে বলেছে, টিকা গ্রহণ ব্যতীত সব কর্মকর্তা ও অংশীজনের বেনাপোল কাস্টমস হাউসের অভ্যন্তরে প্রবেশ সীমিত করা হলো।
বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার নেয়ামুল ইসলাম এই আদেশে সই করেন। সরকার ৭ আগস্ট থেকে এক সপ্তাহ গণটিকা কার্যক্রম গ্রহণ করেছে। ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে।
বেনাপোল কাস্টমস হাউসের চিঠিতে আরও বলা হয়েছে, সরকারি রাজস্ব আদায় কার্যক্রম সরকারঘোষিত জরুরি সেবার আওতাভুক্ত হওয়ায় মৃত্যুঝুঁকি নিয়েও কাজ করে যাচ্ছেন বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারী ও কাস্টমস হাউস–সংশ্লিষ্ট সব অংশীজন। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি পালন করা অতি জরুরি।